ওসমান গণি, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার ইতিহাসে সর্বপ্রথম ব্যতিক্রম শিক্ষা ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ২৭, ২৮ এবং ২৯ ফেব্রুয়ারি। ইতিহাস বিখ্যাত লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়িতে ৩ দিনের এ বিশেষ মেলার যৌথ আয়োজন করেছে স্থানীয় সাহিত্য বাসর, কাদামাটি মিডিয়া, বিডিক্লিন এবং তারুণ্য সংঘ নামের কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সায়ীদ। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে “উইন্স কেয়ার”।
প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্যতিক্রমী এ মেলায় থাকছে বই স্টল, স্থানীয় উৎপাদিত কুটির শিল্প স্টল, সয়াবিনে রকমারি পণ্য স্টল, নারিকেলের রকমারি পণ্য স্টল, পিঠা স্টল, বিজ্ঞান স্টল, গনিত স্টল, ফুল ও ফলের গাছের স্টল, দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ স্টল, আঞ্চলিক ভাষার স্টল এবং বিভিন্ন গ্রামীণ খাদ্য স্টল।