নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
কেন্দ্রয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে উপজেলা পর্যায়ে দাওয়াতী সভার ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার দীঘিনালায় দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩নভেম্বর) মঙ্গলবার দীঘিনালা সদরস্থ হোটেল ইউনিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন দীঘিনালা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হোসাইন এর সঞ্চালনায় দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ)মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন
। দাওয়াতী সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ. ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন , ইসলামী যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রমজান আলী প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান আমাদের সমাজে চুরি-ডাকাতি, খুন, ইভটিজিং, ধর্ষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুবসমাজ অনৈতিক কার্যকলাপের দিকে ধাবিত হচ্ছে। আদর্শ বিবর্জিত যুব সমাজকে মহানবী সা. এর আদর্শে চরিত্রবান বানাতে ইসলামী যুব আন্দোলন কাজ করে যাচ্ছে। আদর্শ সমাজ বিনির্মাণে যুব আন্দোলন কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।