শিরোনাম

দীঘিনালায় কুরআন শিক্ষা কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতা 

নুরুল কবির আরমান,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার অন্তর্গত হাচিনসনপুর জামে মসজিদ কুরআন শিক্ষা কেন্দ্র এর উদ্যোগে বার্ষিক শিক্ষা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৭ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল বারেক সভাপতিত্বে করেন।
বার্ষিক শিক্ষা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন করেন দীঘিনালা কবাখালি মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ বাহার উল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন দীঘিনালা উপকেন্দ্রের প্রোগ্রাম পরিচালক মোঃ আসাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরুং বাজার মসজিদের খতীব মাওলানা হামিদুল্লাহ নোমান, মাওলানা কাউছার হামিদ, মাওলানা নাজমুল হাসান, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসাইন ও মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।

অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের অভিভাবক, যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬টি বিভাগ থেকে ১৮ জন ছাত্র-ছাত্রীদের কে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন :