আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধণ শ্রিংলার হঠাৎ বাংলাদেশ সফর উদ্বেগজনক। হর্ষ বর্ধণ শ্রিংলার হঠাৎ বাংলাদেশ সফর ঘিরে জনমনে যে সন্দেহের সৃষ্টি হয়েছে সরকারকে তা দূর করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে কী আলোচনা হয়েছে দেশবাসীর কাছে স্পষ্ট করতে হবে। তিনি বলেন, যারা ভারতের সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমাধান করতে চান না, সীমান্তে হত্যাকান্ড বন্ধ করতে পারে না তারা কিভাবে বাংলাদেশের জনগণকে করোনা ভ্যাকসিন দেবে তা নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ রয়েছে।
আজ শুক্রবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে সফল আলোচনা হয়েছে। ভারতের সাথে বিদ্যমান সমস্যার সমাধান এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার বিষয়ে কি সমাধান হয়েছে, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা বন্ধের বিষয়ে কি সমাধান হয়েছে? এব্যাপারে জনগণ জানতে আগ্রহী।