আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের সার্বিক অবস্থা ভালো নয়। জনগণের নাগিরক অধিকার ভুলুণ্ঠিত। জনগণের বাক-স্বাধীনতা নেই। মেজর অব. সিহা হত্যাকান্ডে দেশময় উদ্বেগ ও উৎকন্ঠা আরো বাড়িয়ে দিয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে জনরোষ ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। অপরদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশী নাগরিক খুনের শিকার হচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ষন শ্রিংলার সফর নিয়ে দেশব্যাপী গুঞ্জন চলছে। তিনি কেন হঠাৎ সফরে বাংলাদেশে। সফরে কী আলোচনা হয়েছে তা দেশবাসীর কাছে স্পষ্ট থাকা প্রয়োজন।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যেন ভারতের সাথে কোন চুক্তি না হয়। তিনি বলেন, ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটি শান্তিপূর্ণ সমাধানে আসা উচিত। তা না করে নতুন নতুন চুক্তি করে দেশের স্বাধীনতা বিকিয়ে দেয়ার চেষ্টা দেশপ্রেমিক জনগণ মেনে নেবে না।