শিরোনাম

দৈনিক ওলামা কন্ঠে গরীবের বন্ধু ওমর ফারুক ভুঁইয়ার সাক্ষাৎকার 

মুহাম্মদ আমানত উল্লাহ, (লক্ষ্মীপুর) রামগতি- কমলনগর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুর- রামগতি ও কমলনগর এলাকার গরীবের বন্ধু বিশিষ্ঠ ব্যবসায়ী,  সমাজ সেবক ও খ্যাতিমান পরিবার’র সদস্য ওমর ফারুক ভুঁইয়া। তিনি এলাকার দরিদ্র-নিপীড়িত অসহায় মানুষের কন্ঠস্বর ও জনদরদী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দিন দিন জনগণের  আস্থাভাজন ও আগামীর আসন্ন ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর’র কমলনগর উপজেলার ৮নং চরকাদিরা ইউনিয়ন’র প্রার্থী হয়ে চেয়ারম্যান বা জনপ্রতিনিধি নির্বাচিত হতে চান।

দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার একান্ত  সাক্ষাৎকারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ভুঁইয়া বলেন- ভুলুয়া নদী খনন বন্ধ, কৃষি সেচ প্রকল্প চালু, অবহেলিত জনপদের উন্নয়ন, আধুনিক খেলার মাঠ, চর কাদিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, শ্রমজীবী শিশু ও পশ্চাদপদ শিক্ষা বিমূখ, এলাকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, আধুনিক চিকিৎসা সেবা চালু সহ চরকাদিরাকে একটি মডেল ইউনিয়ন গড়াই আমার একমাত্র  লক্ষ্য।

আগামীতে নির্বাচিত হলে জনগণের জন্য কি করবেন- এমন প্রশ্নের উত্তরে ওমর ফারুক ভুঁইয়া বলেন, আমি জনগনের প্রতিনিধি তথা চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে, এলাকার জনগণ অতিতে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়েছে, ইয়াবা, মদ, গাঁজা সেবন’র মাধ্যমে এলাকার যুবসমাজের অবক্ষয়, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, চর দখল, ঘর-বাড়ী দখল, পুকুর দখল, রাস্তাঘাট দখল, গাছ-পালা কর্তন, শ্রমের গামে ফলানো কৃষিজীবিদের ফসলাদি জোর পুর্বক ছিনিয়ে নেওয়া, হামলা-মামলা, সহ সব ধরনের নির্যাতনে জনগণের পাশে দাঁড়ানো ও যথা সম্ভব তাঁদের সাহায্য সহযোগিতা করা আমার প্রধান কাজ।

তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব। চেয়ারম্যান হয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। ফিরিয়ে দিয়েছেন মানুষের বাক স্বাধীনতা, রক্ষা করেছেন জনগনের সব ধরনের আমানত।তথাকথিত বিভিন্ন গুষ্টির রামরাজত্বকে চিরতরে ভেংগে দিয়ে চরকাদিরা ইউনিয়ন কে একটি স্বাধীন ও সেবামূলক ইউনিয়ন উপহার দিয়েছেন।

ভবিষ্যাতে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবের অসমাপ্ত কাজগুলী করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। পরিশেষে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে চরকাদিরা ইউনিয়ন’র জনসাধারণ’র সমর্থন ও আন্তরিক দোয়া চেয়েছেন। তিনি সকলের সমর্থন ও আশীর্বাদ কামনা করে নিজের সদিচ্ছা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা এবং আগামী নির্বাচনে ভোটদানের অনুরোধ জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন :