দৈনিক ওলামা কন্ঠের প্রতিটি সাংবাদিক সাগর- রুনীর মতোই নির্ভিক সৈনিক। শত বাধা বিপত্তি পায়ে দলে তারা এগিয়ে চলেছে দূর্বার গতিতে।
(দ্বিতীয় পর্ব) স্বাধীনতা স্বপক্ষের অন্যতম শক্তি দৈনিক ওলামা কন্ঠ। দেশ জাতি ও ইসলামের শত্রুরা দৈনিক ওলামা কন্ঠের তীব্র হুংকারে সব সময় থাকে ভীত সন্ত্রস্ত। নবীন, তরুণ ও প্রবীণ, যাদের পরাক্রমশালী আল্লাহ লেখার যোগ্যতা দান করেছেন, তাদের উচিত সর্বদা অন্যায়- অবিচারের বিরুদ্ধে কলম যুদ্ধ চালিয়ে যাওয়া।
এটাও এক প্রকার জিহাদ। নইলে মহান আল্লাহু তায়ালার নিকট অবশ্যই জবাবদিহি করতে হবে। অন্যায় অবিচারকারী জালিম তথা বাতিলের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেক মুসলমানের উপর মহান আল্লাহু তায়ালা ফরজ করে দিয়েছেন। তাছাড়া বাতিলের বিরুদ্ধে রুখে দাড়ানো সকল ধর্মালম্বীদের নৈতিক দায়িত্ব।
সারা বিশ্বে মিডিয়ায় সম্পৃক্ত নির্ভিক সাংবাদিকগণ প্রভাবশালীদের মুখোশ উম্মোচিত করার লক্ষ্যে সরেজমিনে সত্য উৎঘাটন করে রিপোর্ট করায় দিন দিন নির্যাতিত নিপীড়ীত হচ্ছেই। সচেতন মহলের হ্নদয়পটে একটি প্রপ্ন বারংবার ঘুরপাক খাচ্ছে, এর কোন প্রতিকার নেই।
দূঃখজনক হলেও সত্যি বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক দম্পত্তি অন্যায়ের বিরুদ্ধে নির্ভিক কলম সৈনিক সাগর -রুনীর খুনিরা বছরের পর বছর অতিবাহিত হলেও গ্রেপ্তার হয়নি। কিংবা খুনিদের মুখোশ জন সম্মূখে উম্মোচিত হয়নি। জাতির বিবেক সাংবাদিকগণ যদি পরাধীনতার শৃঙ্খলে বন্ধি থাকেন তাহলে কখনো অন্যায় অবিচার রুখে শান্তিময় সমৃদ্ধশালী দেশ গঠন সম্ভব নয়।
দৈনিক ওলামা কন্ঠের প্রতিটি সাংবাদিক সাগর- রুনীর মতোই নির্ভিক সৈনিক। শত বাধা বিপত্তি পায়ে দলে তারা এগিয়ে চলেছে দূর্বার গতিতে। সোনার বাংলাদেশটাকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে দৈনিক ওলামা কন্ঠের আপ্রাণ প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটাই আমাদের পরম চাওয়া পরম পাওয়া। (চলবে)