আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ ধর্ষক ও দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজির ফলে সচেতন জনগণ শঙ্কিত। বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং নির্যাতনের ভিডিও ফুটেজ ছড়িয়ে দেয়ায় দেশের মা-বোনরা আজ আতঙ্কিত। এমতাবস্থায় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি কঠোরহস্তে নিয়ন্ত্রণ করে মা-বোনদের ইজ্জত আব্রæ রক্ষা করতে হবে।
আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার উদ্যোগে আল্লামা ফজলুল করীম রহ. জীবন ও কর্ম শীষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বীন কায়েম সংগঠন হাজারীবাগ থানা ছদর মুফতী ফরীদুদ্দীন মাসউদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মুহাম্মদ আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা সভাপতি ডা. মজিবুর রহমানসহ্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, আল্লামা ফজলুল করীম রহ. জীবদ্দশায় কোন বাতিল ও আল্লাহদ্রোহী শক্তি মাথা উঁচু করে দদাড়াতে পারেনি। তিনি ইসলামী শাসন কায়েম করে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর অভাব দেশে অনুভব হচ্ছে ক্ষণে ক্ষণে। মহান রব্বুল আলামিন তাঁকে জান্নাতে ভালো রাখুন। তিনি বলেন, ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের ফলে করোনা মহামারির চেয়েও ছাত্রলীগ ও আওয়ামী লীগ আজ মানুষের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে। সরকারের লোকজন গুম, খুন ও ধর্ষণের মহোৎসবে মেতে ওঠে জাতিকে কলঙ্কিত করেছে।
মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ বলেন, এর আগেও ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল ছাত্রলীগ এখন সারাদেশে ধর্ষণের মহারাজ্য তৈরি করেছে। সিলেটের এমসি কলেজের ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই নোয়াখালীর বেগমগঞ্জে তাদের অপকর্ম সারাদেশের জনগণকে স্তম্ভিত করেছে।