আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ নোয়াখালী বেগমগঞ্জসহ দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ নারী নিপীড়নে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ৭ অক্টোবর বুধবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মহিউদ্দিন বেপারীর সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, মাওলানা আল আমিন খলিফা, যুগ্ন সদস্য সচিব, মুফতি সাইফুল ইসলাম সাইফ, ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী রফিকুল ইসলাম বাদল,
আলহাজ্ব সিরাজুল ইসলাম সহ-সভাপতি শ্রমিক আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখা মোঃ আল আমিন হোসাইনী সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখা মোহাম্মদ ইব্রাহিম সরদার সভাপতি ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ পৌরসভা ও অন্যান্য নের্তৃবৃন্দ।