আবু তালেব, বিশেষ প্রতিনিধিঃ– ধর্ষণ জনিত অপরাধ দিন দিন বেড়েই চলেছে । আট বছরের শিশু থেকে একশত বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে। এতে সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদুরিনী কন্যা কওমীর মা জননী শেখ হাসিনা ধর্ষকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেও ধর্ষকরা থেমে নেই।
প্রতিদিন পত্রিকার পাতা ওল্টালেই ধর্ষণের হৃদয় বিদারক ঘটনা আমাদের ব্যাথিত করে তোলে। ধর্ষণের ঘটনায় অনেকাংশে মেয়েরাই দায়ী। অশ্লীলতা বেহায়াপনা বন্ধ না হলে ধর্ষণ নামক জঘন্যতম অপরাধ কখনো বন্ধ সম্ভব নয় বলেই ধর্ষণ রোধে মহান আল্লাহু তায়ালা প্রদত্ত কুরআনী আইনের কোন বিকল্প নেই বলে সচেতন ওলামায়ে কেরাম মনে করেন।
তাদের মতে, মাননীয় প্রধানমন্ত্রী অন্তঃত একটি মাসের জন্য হলেও কুরআনী আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করলে ইনশাআল্লাহ বাংলাদেশে অপরাধের বিলুপ্তি ঘটে সুখের হাওয়া চর্তুদিকে অনবরত বইতে থাকবে।