লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে চাচিকে (২৬) হাত-মুখ বেঁধে ধর্ষন করা মামলা তুলে নিতে বাদিকে হুমকি দিচ্ছে ধর্ষক ভাতিজার স্ত্রীসহ তাদের পরিবার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ওই নারী। এদিকে আসামীর পক্ষ নিয়ে মেয়েটির স্বামী বুধবার রাতে (৯ সেপ্টেম্বর) গুমন্তবস্তায় সাদা কাগজে টিপসই নিয়েছে বলেও অভিযোগ করে মেয়েটি। তবে ধর্ষিত-মেয়েটির স্বামীকে খুঁজে পাওয়া যায়নি।।
উল্লেখ্য-গত ৮ সেপ্টেম্বর রাতে ধর্ষন মামলায় ধর্ষক মনির হোসেন টেলুকে আটক করে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ ।
গ্রেপ্তারকৃত ধর্ষক মনির হোসেন টেলু পৌরসভার মধুপুর গ্রামের মৃত লুতফুর রহমানের বড় ছেলে।
মামলার এজাহারে জানাযায়, গত ২ সেপ্টেম্বর সকালে সহজ সড়ল মেয়েটিকে বাসায় একা রেখে পান কিনতে বাজারে যান তার স্বামী। এসুযোগে মনির হোসেন ওই নারীর বাসার সামনের পুকুরে গোসল করতে গিয়ে একা পেয়ে ঘরে ঢুকে হাত ও মুখে কসটেব দিয়ে মুখ বেঁধে জোড়পুর্বক ধর্ষন করে পালিয়ে যায়। এঘটনায় বিচার চেয়ে ইউএনও’র কাছে রিখিত অভিযোগ দেয়। পরে কৌশলে ওই নারীকে প্রতিবন্ধি আখ্যা দিয়ে অভিযোগটি ধর্ষক মনির হোসেন সহ লেকজন তুলে নিয়ে যায়। পরে বাধ্য হয়ে থানায় মামলা হয়।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান,ধর্ষন মামলায় ধর্ষক মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হুমকি ও সাদা কাগজে দস্তখত নেয়ার বিষয়ে মেয়েটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।