নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলার অর্ন্তগত সরই ইউনিয়নের ধুইল্যাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল (২১ ডিসেম্বর) শনিবার সকাল ১১ টায় স্কুল মাঠ প্রাঙ্গণে ৪৯ তম মহান বিজয় উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নারায়ন চক্রবর্তী সভাপতিত্বে আবুল কালাম আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরই ইউপি শাখার সভাপতি নুরুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ লামা উপজেলা শাখার কৃষি ও সমবায় বিষয় সম্পাদক মোহাম্মদ ইদ্রিস কোম্পানি, সরই ইউপি সদস্য জয়নাল আবেদিন,দৈনিক ইত্তেফাক লামা প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক পূর্বকোণ লামা প্রতিনিধি রফিকুল ইসলাম, খালেদা বেগম, আবুল হোসেনসহ অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন বিদ্যালের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শামসুল আলম প্রমুখ।
পরে প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।