ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁর পত্নীতলা থানা পুলিশের হেফাজত হতে
আদালতে নেওয়ার সময় এক মাদক মামলার আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালত ভবন থেকে আল ইমরান বিকাশ নামে ওই আসামি পালিয়ে যায়। সে পত্নীতলা উপজেলার চকদোচাই (বাবনাবাজ) গ্রামের গৌর চন্দ্রের ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২৪ফেব্রুয়ারি) উপজেলার চকজয়রাম এলাকা থেকে ইয়াবাসহ আল ইমরান বিকাশকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
ওসি আরো জানান, গতকাল মঙ্গলবার দুপুরে পত্নীতলা থানার দুই পুলিশ কনস্টেবল আরিফ হোসেন ও রওশন এর হেফাজতে আসামী বিকাশকে আদালতে হাজির করা হয়। পরে আদালত চত্বর থেকে পুলিশের কাছে থেকে পালিয়ে যায় ইমরান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পালানো আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।