শিরোনাম

নওগাঁয় মেয়ের উপর অভিমানে পিতার আত্মহত্যা

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা:

নওগাঁয় মেয়ের উপর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে এক কৃষক পিতার।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় দিকে জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ আড়ানগর গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই গ্রামের বাসিন্দা দারাজ উদ্দিন (৫০) রাত ৮টার তার নিজ বাড়ি উত্তর পার্শে বাগানের একটি আমগাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

এলাকাবাসী জানায়, দারাজ উদ্দিনের সাথে তার মেয়ের একটি বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে মেয়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। দারাজ উদ্দিন মৃত অজিমুদ্দিনের ছেলে। তিনি ২ মেয়ে এবং ১ ছেলে সন্তানের জনক।

উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার বলেন, মেয়ের সখ্যতার বিষয়টি নিয়ে দারাজ উদ্দিনের সাথে কলহ বাঁধে। এ কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে।

ওসি আরো জানান, এ ঘটনায় বাদি হয়ে থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। পরে ইউডি মামলা রেকর্ড হয় থানায়।

নিউজটি শেয়ার করুন :