শিরোনাম

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি যুবক নিহত

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা:

নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে জেলার পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ঘটনাটি ঘটেছে।

ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে গুলি করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে ভারতের ৮শ গজ অভ্যন্তরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সনজিৎ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২শ গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন ( ৩৮) মারা যায়।

বিজিবি ১৬ হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছেন। অপর দুজন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজখবর নিচ্ছেন।
তিনি আরো জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন :