শিরোনাম

নকীব পাঠক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার কুইজ প্রতিযুগিতা ও পুরষ্কার বিতরনি সম্পন্ন

শহীদুল্লাহ,কিশোরগঞ্জ : আজ১২সেপ্টেম্বর’১৯রোজ: বৃহস্পতিবার বেলা ৩টায়।কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরীতে জাতীয় শিশু কিশোর পত্রিকা নকিব পাঠক ফোরম এর উদ্যোগে নকিব কুইজ প্রতিযুগিতা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জেলা নকিব পাঠক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার পরিচালক মোহা:আতিকুর রহমান মুজাহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় নকীব পাঠক ফোরামের অন্যতম সদস্য ও ইশা ছাত্র আন্দোলন কেন্দীয় স্কুল বিষয়ক সম্পাদক শেখ ইহতাশিম বিল্লাহ আজিজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা নকিব পাঠক ফোরামের সভাপতি ও ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপত মোহা:ইমদাদুল্লাহ মাহবুব। জেলা নকীব ফোরামের অন্যতম মুরুব্বি মাওলানা মহিউদ্দীন আজমি,শেখ নাজিমুদ্দীন,সহ বিভিন্ন শ্রেনি পেশার দাওয়াতি মেহমানগন বক্তব্য রাখেন।

পরে ১ম,২য়,৩য়পুরস্কার সহ ১৫তম পুরস্কার বিতরন করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন :