শিরোনাম

নবীকে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জে বিক্ষোভ

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃ

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা ও ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জ শহর মসজিদ থেকে গত ৩০ অক্টোবর শুক্রবার বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় ।সভাপতিত্ব করেন শহর জামে মসজিদ মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিকুর রহমান ।

পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাওলানা আল-আমিন খলিফ। ইসলামী আন্দোলন থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বেপারী, যুগ্ন আহ্বায়ক মাওলানা সোহরাব হোসাইন ফারুকী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী, ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মোঃ রফিকুল ইসলাম বাদল, প্রমূখ। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে বিক্ষোভ সমামেশের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন :