গিয়াস উদ্দিন, সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেহপুর ইউনিয়নের নাদিয়াতুল কোরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪.৩০ মিনিটের সময় ফলাফল ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে কাজি মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও ফাহিম আহমেদর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর বাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা ইমতিয়াজ সাহেব।
উক্ত অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন নাদিয়াতুল কোরআন বোর্ডের সাংগঠনিক সম্পাদক হাসান চৌধুরী।
উক্ত বোর্ডের অধীনে ২৪ টি মক্তবের ৫৫২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এদের মধ্যে মালগ্রাম জামে মসজিদের সকল পরীক্ষার্থী A ও A+ পেয়ে শতভাগ পাস করেছে। উক্ত ফলাফলে মসজিদ কমিটি ও গ্রামবাসী সন্তুষ্ট হয়ে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।