নীরবে যাচ্ছে ঝরে
কত তাজা প্রাণ
ঘাতকেরা দিনে দিনে
হচ্ছে বলিয়ান।
বনের পশুর মতো তারা
করছে আচরণ
দেশ জুড়ে ঘাতকদের
হচ্ছে বিচরণ।
খুন-গুম ধর্ষণ এখন
নিত্য মোদের সাথি
বিচারহীন দেশে আজ
আমরা নিরীহ জাতী।
নিউজটি শেয়ার করুন :
নীরবে যাচ্ছে ঝরে
কত তাজা প্রাণ
ঘাতকেরা দিনে দিনে
হচ্ছে বলিয়ান।
বনের পশুর মতো তারা
করছে আচরণ
দেশ জুড়ে ঘাতকদের
হচ্ছে বিচরণ।
খুন-গুম ধর্ষণ এখন
নিত্য মোদের সাথি
বিচারহীন দেশে আজ
আমরা নিরীহ জাতী।