শিরোনাম

নীতি নৈতিকতা বিবর্জিতদের দ্বারা কখনো দেশ সমৃদ্ধশালী হতে পারে না -মহাসচিব, ইসলামী আন্দোলন

 

ওলামা কন্ঠ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসলামী আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে নীতি-নৈতিকতা সমৃদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নৈতিকতা সম্পন্ন আদর্শবান নাগরিক তৈরির কাজ করছে। তিনি বলেন, নীতি নৈতিকতা বিবর্জিতদের দ্বারা কখনো দেশ সমৃদ্ধশালী হতে পারে না।
তিনি বলেন, যারা চরিত্রহীন, দুর্নীতিবাজ, মাদকাসক্ত ও জুয়ারী তাদের দিয়ে দেশ কখনো শান্তিময় হতে পারে না। একজন ঈমানদার মানুষ কখনো মানুষকে হত্যা করতে পারে না, দেশের সম্পদ লুটেপুটে খেতে পারে না, মানুষ কখনো তাদের দ্বারা প্রতারিত হতে পারে না। ঈমানদার ও আল্লাহভীরু মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের পক্ষে কথা বললে আবরারদের মতো হত্যার শিকার হতো না। তিনি বলেন, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে ইসলামী শাসনের বিকল্প নেই।

আজ শনিবার দিনব্যাপী পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন যুগ্মমহাসচিব যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মৃফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, বরকতউল্লাহ লতিফ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

মহাসচিব বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃত্বে চরিত্রহীন ও দুর্বৃত্তায়ন তৈরি হচ্ছে। তিনি বলেন, মসজিদ নগরী ঢাকা এখন মদ, জুয়া ও সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন :