শিরোনাম

নেতায় ভরে গোডাউন: আ স ম আবু তালেব 

 

সর্বনাশা নভেল করোনায়
শোকের মাতম সব জায়গায়।

চারদিকে লকডাউন
নেতায় ভরে গোডাউন।

ক্ষুধাকাতর লোকজন
নেতার তাতেও গলেনা মন।

চারদিকে ত্রাণ চোর
রাত কেঁদে হয় ভোর।

প্রধানমন্ত্রীর মুখের বানী
ত্রাণ দিবে সেনাবাহিনী।

নির্দেশের নেই বাস্তবায়ন
পায়না ত্রাণ সব জনগণ।

কোথাও চলে দলীয় প্রীতি
নেতার ঠিক নেই মতিগতি।

প্রশাসনের নির্দেশে থেকে ঘরে
ত্রাণ না পেয়ে না খেয়ে মরে।

ত্রাণ চোরদের ফাঁসী চাই
এর কোন বিকল্প নাই।

নিউজটি শেয়ার করুন :