ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ’র তত্ত্বাবধানে নগরীর দেওয়ানহাট চত্বরে আজ (৫ অক্টোবর ২০ ইং) সোমবার, চলমান ছাত্রলীগ কর্তৃক ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মাতুব্বর, আলহাজ্ব আল ইকবাল।
প্রধান অতিথি জান্নাতুল ইসলাম বলেন, দেশে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন যে হারে চলছে এভাবে একটি দেশ চলতে পারেনা চলছে। দেশের প্রতিটি অঞ্চলে ছাত্রলীগ কর্তৃক যে নির্যাতন, নারী ও শিশু ধর্ষণ চলছে তা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছেন।
তিনি আরো বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় ছাত্রলীগের ছেলেরা ধর্ষণ করেছে। তার প্রতিবাদে সারা দেশের আপামর জনগন ফুঁসে উঠেছেন, আন্দোলন মানববন্ধন করেছেন বিচারের দাবীতে। সরকারের কাছে সঠিক বিচারের দাবি তুলেছেন।
সেই মুহূর্তে মন্ত্রণালয়ের আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, নোয়াখালীর নারী ধর্ষণের ঘটনা ষড়যন্ত্র হতে পারে। আইনমন্ত্রীর লাগামহীন বক্তব্য জনগন মেনে নিবে না। নোয়াখালীর ধর্ষণলীগদের বিচার করতে হবে অন্যথায় কঠিন আন্দোলন করে সঠিক বিচার আদায় করে ছাড়বো।
সার্বিক ব্যবস্থাপনায় ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর ও যুব নেতা মোহাম্মদ তাজুল ইসলাম শাহিন’র সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন, আন্দোলনের চট্টগ্রাম নগর জয়েন্ট সেক্রেটারী মো: ডা. রেজাউল করীম রেজা, শ্রমিক নেতা মোঃ ইব্রাহিম খলিল, শফিকুল ইসলাম, আব্দুর রশিদ, জহিরুল ইসলাম প্রমুখ।