শিরোনাম

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সিএনিজি’র বিরুদ্ধে অভিযান।

 

এম. এস আরমান, নোয়াখালী: গতকাল (৫ সেপ্টেম্বর’১৯) রোজ বৃহস্পতিবার নোয়াখালী শহরের দত্তবাড়ি মোড় থেকে মাইজদি বাজার পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১৯টি সিএনজিকে ১২হাজার টাকা জরিমানা আদায় দন্ড প্রদান করেন নোয়াখালীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান এবং আদালত পরিচালনায় সহযোগিতা করেন দেবানন্দ সিনহা সহকারী পরিচালক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় নোয়াখালী, আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।

একই সময় বিভিন্ন সিএনজি ষ্টেশনে দাড়িয়ে সিএনজি চালক ও মালিকদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। এ ক্ষেত্রে সিএনজি পরিবহন সমিতির সাধারণ সম্পাদককেও বিষয়টি অবহিত করা হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন :