শিরোনাম

নোয়াখালীতে অসাধু ব্যবসায়ীদের ৯ লক্ষ টাকা জরিমানা

 

এম.এস আরমান

গত শুক্র ও শনিবার নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় অসাধু ব্যবসায়ী কর্তৃক অতিরিক্ত মূল্য রাখার দায়ে মোবাইল কোর্টের অভিযানে ৯লক্ষ ৫৩হাজার ৬শত টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস ও গুজব কে কেন্দ্র করে হঠাৎ করেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে জেলা প্রশাসক জনাব তন্ময় দাস মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশে জেলা ও উপজেলা পর্যায়ের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ৩২টি বাজার অভিযানে ১১৪টি মামলায় ৯ লক্ষ ৫৩হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে বিদেশ প্রবাসী হোম কোয়ারেন্টিন না মানায় ১৭জন ব্যক্তির প্রত্যেকে বি‌ভিন্ন প‌রিমান টাকা করে জরিমানা করা হয়েছে।

এসময় জেলা প্রশাসন ২লক্ষ ৯০হাজার ১শত টাকা,হাতিয়া উপজেলা ২লক্ষ ২হাজার টাকা,
সুবর্ণচর উপজেলা ১লক্ষ টাকা,
চাটখিল উপজেলা ৭২হাজার ২শত টাকা,
কোম্পানীগঞ্জ উপজেলা ৬৮হাজার টাকা,
সদর উপজেলা ৩৯হাজার টাকা,কবিরহাট উপজেলা ৫০হাজার টাকা,সেনবাগ উপজেলা ৩২হাজার টাকা,সোনাইমুড়ী উপজেলা ৪৪হাজার ৫শত টাকা,চৌমুহনীতে ৫৫হাজার ৮শত টাকা জরিমানা করেন। সর্বমোট= ৯লক্ষ ৫৩হাজার ৬শত টাকা জরিমানা করেন।

দেশের বৃহত্তম পাইকারী বাজার চৌমুহনীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান (Ruknuzzaman Khan Rukon) কর্তৃক বৃহস্পতি-শুক্র-শনিবারে মোবাইল কোর্টের অভিযানে অসাধু ব্যবসায়ীদের ২লক্ষ ৮১হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও দন্ডবিধি ১৮৬০ আইন প্রয়োগ করা হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী, পুলিশ বিভাগ নোয়াখালী ও Rab 11 লক্ষীপুর।

নিউজটি শেয়ার করুন :