এম.এস আরমান
বর্ণিল আয়োজনে নোয়াখালীতে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যপক উৎসাহ ও উদ্দিপনায় এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব তন্ময় দাস।
আনন্দ টিভি নোয়াখালী প্রতিনিধি নাজিম উদ্দীন মিলনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, সিভিল সার্জন মমিনুল হক, সদর থানা ওসি নবী উদ্দিন।
জেলা প্রশাসক জনাব তন্ময় দাস বলেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বার্তা সকলের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছে আনন্দ টিভি। দুই বছর কিন্তু দীর্ঘ সময় হয়নি তারপরও অল্প সময়ে বেসরকারি টিভি চ্যানেলের মধ্যে আনন্দ টিভি এক স্বতন্ত্র অবস্থান গড়ে তুলছে। বিভিন্ন অনুষ্ঠান ও টকশোর মাধ্যমে সামাজিক, জাতীয়, রাজনৈতিক, অর্থনীতি ও বিনোদন মূলক সকল তথ্য আমাদের ধার প্রান্তে পৌঁছে দেয়। এভাবেই আরো এগিয়ে যাবে আনন্দ টিভি।
তিনি আরো বলেন সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই আপনারা সত্য লিখে যান। আমাদের দেশ ও আমাদের নোয়াখালী কিভাবে এগুতে পারে সেভাবে কাজ করে যাবেন। সদা সর্বদা জাচাই করে উপযুক্ত ডকুমেন্ট সংগ্রহের মাধ্যমে নিউজ করবেন, আমরা চাই আপনাদের লেখনির মাধ্যমে একটি সুন্দর নোয়াখালী গড়ে উঠুক।
” হৃদয়ের কথা বলে ” স্লোগানকে বুকে ধারন করে ” আনন্দ টিভি ” ২য় বছর পেরিয়ে ৩য় বছরে পদার্পন উপলক্ষে আজ বুধবার(১১ মার্চ) সকালে নোয়াখালী প্রেসক্লাব বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।
আনন্দঘন এই মুহুর্তকে স্মরনীয় করে রাখতে আনন্দ টিভির বর্ষপূর্তির সুদর্শণ কেক কেটে সম্মানিত অতিথি বৃন্দ ৩য় বর্ষে পর্দাপন উদযাপন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাব সাবেক সভাপতি বখতিয়ার শিকদার,সাবেক সেক্রটারী জামাল হোসেন বিশাদ, আনন্দ টিভি কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল,ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাচের মনজু, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি আকবর হোসেন সোহাগ,চ্যানেল আই প্রতিনিধি আলাউদ্দিন শিবলু,যমুনা টিভি প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ,প্রেসক্লাব কোম্পানীগঞ্জ সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন রনি, মাই টিভির নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিঠু, এশিয়া টিভি মানিক ভুইয়া, দৈনিক ওলামা কণ্ঠ নোয়াখালী প্রতিনিধি এম.এস আরমান প্রমুখ।