এম. এস আরমান, নোয়াখালী: আজ (১অক্টোবর১৯) রোজ মঙ্গলবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জনাব তন্ময় দাস মহোদয়ের সভাপতিত্বে নোয়াখালী জেলার সাধারণ ও পেঁয়াজ ব্যবসায়ী এবং আড়ত ব্যবসায়ীদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ব্যবসায়ীদের যে সকল নির্দেশনা অনুসরণের জন্য বলা হয় তা নিম্নরূপ-
ক) প্রত্যেক পাইকারি বিক্রেতা বাধ্যতামূলকভাবে বিক্রির সময় ভাউচার দেবেন, কেনার রেকর্ড সংরক্ষণ করবেন।
খ) প্রত্যেক খুচরা বিক্রেতা সেই ভাউচার সংরক্ষণ করবেন।
গ) কোন ক্রমেই অতিরিক্ত মুনাফা করা যাবে না
ঘ) দোকানদারকে দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে।
ঙ) সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদারকি করতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল কোর্ট প্রতিদিন সক্রিয় থাকবে।
চ) বুধবার সকালেই যৌথ অভিযান শুরু হবে।
ছ) ব্যবসায়ী নেতারা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবেন।
জ) কারসাজি ধরা পড়লেই জরিমানা নয় কারাদণ্ড দেওয়া হবে।