এম.এস আরমান, নোয়াখালী:
করোনা ভাইরাস প্রতিরোধে পৃথিবীর ক্ষমতাশীন দেশগুলো দিশেহারা হয়ে সর্বশেষ পণ্থা হিসেবে যেই নিয়ম গুলো অনুসরণ করছে ঠিক সেই নিয়মগুলোই অনুসরণ করতে সরকারীভাবে বার বার ঘোষনা দেয়া হলেও পাত্তাই দিচ্ছেনা নোয়াখালীর গ্রামাঞ্চলের একটা অংশ,নেই তাদের কোনো শৃংখলা নেই তাদের কোনো দায়ীত্ববোধ।
আজ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক নিয়ম ভঙ্গে জেলা প্রশাসকের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচলা করা হয় নোয়াখালী সদর মাইজদী সাত আনি মোড়, কলেজ মোড়, মাইজদী বাজার, নতুন জেলখানা মোড়, মহিলা কলেজ সংলগ্ন ও মাইজদী রেল স্টেশন সহ বিভিন্ন ইউনিয়নেও উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকারি আদেশ অমান্য করে চা দোকান খোলা রেখে লোকসমাগম করায় চন্দ্রপুর নামক স্থানে হাফসা টি স্টল কে ৫০০ টাকা এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে বসুরহাট বাজারস্থ ১৯ ব্যক্তি হস বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
অভিযানে করোনা প্রতিরোধে জেলা প্রসাশকের পক্ষে ঘরের বাহিরে ঘুরাফেরা না করা,ঘন ঘন গরম পানি পান করা,বেশি বেশি হাত ধোয়া,মাস্ক ব্যবহার সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।