শিরোনাম

নোয়াখালীতে দুইশত যাত্রীর অতিরিক্ত ভাড়া ফেরত ও জরিমানা

এম.এস আরমান, নোয়াখালী : দুইশত যাত্রীকে অতিরিক্ত টাকা ফেরত ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাঁধন, হিমাচল, একুশে, সুগন্ধা কিং, সুগন্ধা দ্রুতযান কে জরিমানা করেন নোয়াখালী ভ্রাম্যমান আদালত।

গতকাল ১৬ই আগষ্ট শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগ নম্বরে অভিযোগ পাওয়ার পর জেলা শহরের মাইজদি বাজার থেকে দত্তবাড়ি পর্যন্ত রাস্তায় বিভিন্ন পরিবহনের গাড়ি থামিয়ে দুইশত যাত্রীকে তাদের অতিরিক্ত ভাড়া ফেরত ও বিভিন্ন কাউন্টারে ৩১হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকোনুজ্জামান খান এবং আদালত পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।এসময় সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।

অতিরিক্ত ভাড়া আদায়ে বাঁধনকে ৩হাজার, হিমাচল পরিবহনকে ৭হাজার, একুশে পরিবহনকে ১৭হাজার, সুগন্ধা কিং কে ২হাজার, সুগন্ধা দ্রুতযানকে ২হাজার টাকা জরিমানা করে ৬টি গাড়িতে থাকা যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে।

জনস্বার্থে যেকোনো প্রয়োজনে নিচের নাম্বারে ফোন করতে বিশেষ অনুরোধ জানান নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকোনুজ্জামান খান।ং

নিউজটি শেয়ার করুন :