এম.এস আরমান:
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে মঙ্গলবার (৭জানুয়ারি-২০) সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাব চত্তরে মানববন্ধন শেষে মাইজদী শহরে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক কর্মিরা।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মীর মোশারফ হোসেন, মেজবাউল হক মিঠু, বখতিয়ার শিকদার, মনিরুজ্জামান চৌধুরী, লিয়াকত আলী খান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান, আকাশ মো.জসিম, মানিক ভূঞা, মোহাম্মদ সোহেল।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত চিহিৃত করে গ্রেপ্তার করে বিচারের দাবি সহ সাংবাদিকদের নির্ভিগ্নে মাঠে ময়দানে সর্বোচ্চ নিরাপত্তার সহিত কাজ করার ব্যবস্থা করার দাবি জানান।
নিউজটি শেয়ার করুন :