শিরোনাম

নোয়াখালীর বেগমগঞ্জে মাস্কের অতিরিক্ত মূল্যে জরিমানা

 

এম.এস আরমান: আজ (১০মার্চ’২০) মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনীর সমবায় মার্কেটের ইসলামিয়া সার্জিক্যাল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও ড্রাগ আইন ১৯৪০ এর বিধান অনুযায়ী ফেস মাস্ক এর প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রি করা এবং অননুমোদিত ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উক্ত অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান (Ruknuzzaman Khan Rukon)। আদালত পরিচালনায় সহযোগিতা করেন সহকারি পরিচালক মাসুদুজ্জামান খান, ঔষধ প্রশাসন অধিদপ্তর নোয়াখালী ও সহকারি পরিচালক কাওছার আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

একই সময় ড্রাগ লাইসেন্স ব্যতীত ওষুধ বিক্রয় ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায় চৌমুহনীর ফেয়ার সার্জিক্যাল কে ড্রাগ আইন ১৯৪০ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ৮০হাজার টাকা জরিমানা করে তা আদায় ও প্রাপ্ত মাস্কগুলো জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন :