এম.এস আরমান, নোয়াখালী: জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) তথা অনার্স ভর্তি কার্যক্রমে নোয়াখালী সরকারী কলেজে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের গত ২৪-০৯-২০১৯ ইং রোজ মঙ্গল বার থেকে ভর্তি সহায়তা( তথ্য, পরামর্শ, নামমাত্র মূল্যে খাম,প্রয়োজনীয় কাগজপত্র সেটআপ) করে যাচ্ছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল করীমের নেতৃত্বে ইশা ছাত্র আন্দোলন কলেজ শাখার একঝাক কর্মী বাহিনী।
আজ সকাল ১০ টায় ৪ র্থ দিনের ভর্তি সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন, ইশা ছাত্র আন্দোলন এর কলেজ সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান।পরিদর্শনকালে কলেজ সভাপতি সহ সকলে এমন কার্যক্রমের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে প্রশংসিত হোন। কলেজ সভাপতি দীর্ঘ ১ ঘন্টা হেল্প ডেক্স এ অবস্হান করে কার্যক্রম তদারকি করেন ও কলেজ দায়িত্বশীলদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আগত নবীন শিক্ষার্থীদের ইশা ছাত্র আন্দোলন এর সাথে একাত্বতা পোষন করে মুক্ত মত ও মুক্তচিন্তার শান্তিপূর্ণ ক্যাম্পাস গঠনের কার্যক্রমে অংশগ্রহণ করার অনুরোধ করেন।
উল্লেখ্য গত ২৪ তারিখ থেকে চলমান ভর্তি সহায়তা কার্যক্রমে দায়িত্ব পালন করেন কলেজ সাংগঠনিক সম্পাদক এর নেতৃত্বে কলেজ সহ-সভাপতি হুমায়ুন কবীর,সাধারণ তথ্য ও গবেষণা সম্পাদক শহীদ উল্লাহ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান রণি,দফতর সম্পাদক তারেকুল ইসলাম,ছাত্রকল্যান সম্পাদক আজাদ নুর জাফর,পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আজিজুর রহমান,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্বাস আলী,মানবিক অনুষদ সভাপতি ইয়াসিন,ব্যাবসা অনুষদ সাধারণ সম্পাদক এমরান হোসেন সহ প্রমূখ দায়িত্বশীলবৃন্দ।