এম এ ইউসুফ আলী, পটুয়াখালী প্রতিনিধি:
আজ (২৯-০৮-২০ইং) সকাল ৯টায়,জেলা কার্যালয়,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার উদ্দ্যেগে “টেকসই উন্নয়নে চাই দক্ষতা ও নৈতিকতা সমৃদ্ধ দেশপ্রেমিক জনশক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস ও যোগাযোগ সম্পাদক;গাজী মুহাম্মাদ ওসমান গনী।
তিনি বলেন,আজকে ছাত্র সমাজের মধ্যে নৈতিক অব্যক্ষয় দেখা যায়। সমাজের প্রতিটা সেক্টরে সন্ত্রাস,দূর্নীতি,স্বজনপ্রীতিতে ভরে গেছে। এই ছাত্র সমাজের নৈতিক অবক্ষয়,সন্ত্রাস,দূর্নীতি,স্বজনপ্রীতি রোধ করে,একটি সুন্দর সমাজ বিনির্মান করার জন্যই ১৯৯১ সালে ইশা ছাত্র আন্দোলনে আবির্ভাব হয়েছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি,মুফতি হাবিবুর রহমান; সিনিয়র সহ-সভাপতি,মাওলানা কাজী গোলাম সরোয়ার; সেক্রেটারি মাওলানা আর আই এম অহিদুজ্জামান; জয়েন্ট সেক্রেটারি,মাস্টার মুহাম্মাদ আবদুল হাকিম;সাংগঠনিক সম্পাদক,মাওলানা আবুল হাসান বোখারী; ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জাহিদ হোসেন লিটন।
উপস্থিত ছিলেন,ইশা ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি অলি আহমাদ; সাংগঠনিক সম্পাদক,মুহাম্মাদ আব্বাস আলী; প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মাদ ইমাম হোসেন; প্রচার ও প্রকাশনা সম্পাদক,কাজী নজরুল ইসলাম;অর্থ সম্পাদক,মুহাম্মাদ রফিকুল ইসলাম;দফতর সম্পাদক,মুহাম্মাদ হাসান খান;কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক,মুহাম্মাদ হুমায়ুন কবির;কলেজ বিষয়ক সম্পাদক,সাইফুল ইসলাম ফয়সাল প্রমূখ।