শিরোনাম

পটুয়াখালীতে খোলা বাজারে চাল-আটা বিক্রির উদ্বোধন

 

এম এ ইউসুফ আলী,পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালীতে করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিন্ম আয়ের মানুষদের সুবিধার্থে খোলা বাজারে চাল-আটা বিক্রির উদ্বোধন করা হয়। ৩১ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার ছোট চৌরাস্তায় এ কার্যক্রম উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, জনসমাগম নিষিদ্ধ থাকায় খেটে খাওয়া নিন্ম-বিত্ত মানুষদের যেন কোন ধরনের সমস্যা না হয় সে লক্ষেই এ কার্যক্রম উদ্বোধন করা হয়। তিনি আরো বলেন সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে ও অপ্রয়োজনে বাহিরে বের হওয়া যাবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. হেমায়েত উদ্দিন।

এছাড়া খোলা বাজার চলাকালীন সময় নিম্ম বিত্তদের মাঝে প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন :