ওলামা কণ্ঠ ডেস্ক রিপোর্ট:
পটুয়াখালীর দুমকির চরগরবদিতে দীর্ঘদিন ধরে ত্রাস ও সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে সরকারি চাকরির আড়ালে হাসান মাহমুদ সাগর চুন্নু (৩৫) ও তার বড় ভাই বাচ্চু (৪০)।
জানা যায় গাছের ডাল কাটা কেন্দ্রকরে বীর মুক্তিযোদ্ধা শাহাজান মোল্লাকে (৬৫) এলোপাতারি হামলা করে যখম করে। স্থানীয় লোকজন বিরোধ মিটাতে এগিয়ে গেলে তাদের উপরে পুনারায় হামলা করেন। এতে আহত হয় স্থানীয় বাসিন্দা মোঃ সাইদুর রহমান সুজন (৩৫) সৈয়দ নিয়ামত নাবিল (১৪)।
আরো বেশ কয়েকজন বাচ্চু, চুন্নু গংরা বহুদিন যাবৎ এলাকার বয়স্ক অসহায় মানুষদেরকে মারপিট চাঁদাবাজি সহ অশালীন আচরন করে যাচ্ছে।
চুন্নু স্থানীয় হসপিটালের হেলথ কর্মকর্তা। তাঁর হসপিটালে গিয়ে জানা যায় সকাল ৮ হতে তিনটা পর্যন্ত ডিউটি না করে দুপুর ১২ টায় এই কর্মকান্ড চালায়। উপজেলা CHCT কমিউনিটি হেলথ প্রবাইটার কর্মকতা জানান, উক্ত কর্মকতা ছুটিতে ছিলেন না বিষয়টি দাপ্তরিক ভাবে ব্যবস্হা নেয়া হবে।
তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলেছে না স্থানীয়রা তাদের হীন কর্মকাণ্ড এর সুষ্ঠ বিচার প্রশাসনের কামনা করে ।