শিরোনাম

পটুয়াখালীর বাউফলে বন্ধুর হাতে বন্ধু খুন

বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালী বাউফল উপজেলার বিলবিলাশ বাজারে আজ সোমবার বেলা এগারোটার সময় বন্ধু রাজীবের হাতে বন্ধু শাওন নিহত হওয়ার ঘটনা ঘটে। গত রবিবার রাতে টর্চের আলো নিয়ে তাদের মধ্যে কথার কাটাকাটি হয়।

আজ সকালে বাজারে শাওন চা খেতে চায়ের দোকানে বসেছিলেন এ সময় তার বন্ধু রাজীবের সাতে তার দেখা হয়। তখন শাওন গতরাতে সেই টর্চ লাইটের আলো মারার কথা জিজ্ঞেস করলে আবারো তাদের মধ্যে তর্ক বির্তক সুরু হয়। এক পর্যায়ে রাজীব ধারালো ছুরি দিয়ে শাওনের গলায় ও পেটে আগাত করে।

তারপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল উপজেলা সাস্থ কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে মৃত্যু ঘোষণা দেয়া হয়।

এদিকে বন্ধু রাজীব ধান ক্ষেত থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন :