শিরোনাম

পত্নীতলা ১৪ বিজিবির প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা:

বিজিবি দিবস- ২০১৯ উপলক্ষে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক আয়োজিত এক প্রীতিভোজ ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর বেলা ২টায় পত্নীতলা বিজিবি সদর দপ্তরে উক্ত কর্মসূচি উপলক্ষে বিজিবির ইতিহাস, বর্তমান প্রেক্ষাপট ও পরবর্তি পরিকল্পনা তুলে ধরে এসময় স্বাগত বক্তব্য রাখেন, পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক/পরিচালক লে. কর্নেল মোঃ জাহিদ হাসান।

উক্ত প্রীতিভোজে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পত্নীতলা ১৪ বিজিবির উপ-অধিনায়ক এস এএম রবিউল ইসলাম, পত্নীতলা ইউএনও মোঃ লিটন সরকার, পত্নীতলা থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী, পত্নীতলা প্রেস ক্লাব সহ-সভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আবু মুসা স্বপনসহ পত্নীতলা ও ধামইরহাট উপজেলার মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক বৃন্দ।

এসময় প্রীতিভোজে ব্যাটালিয়নের কর্মরত সকল কর্মকর্তা ও সৈনিকসহ তাদের পরিবারের সকল সদস্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিজিবি সদস্য, দেশসেরা আগত কণ্ঠ শিল্পী ও নৃত্যশিল্পীদের অভিনয়ে শান্তিপূর্ণ ভাবে গভীর রাত পর্যন্ত চলে।

নিউজটি শেয়ার করুন :