শিরোনাম

পথশিশুর আলোর খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

 

বিশেষ প্রতিনিধি, আমির বিন সুলতান:

‘পথশিশুর আলো বাংলাদেশ’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে শেষ করেছেন।

আলোর মিছিলে পথশিশুর মিষ্টি হাসিমুখ এই স্লোগান কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন এই সংগঠন তার ধারাবাহিকতায় গত ১৬ই ফেব্রুয়ারী২০২০ কুমিল্লা রেল স্টেশনে ভ্রাম্যমান সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হলে এতে খাবার খাবার পেয়ে হতদরিদ্র কোমলমতি শিশুরা ভীষণ আনন্দিত হয়।

পথশিশুর আলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা সমন্বয়ক কবি তুলি চৌধুরীর সভাপতিত্বে পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ আরো অনেকেই।

এই মহতী উদ্যোগ ও পথশিশু সংগঠনটির বিষয় জানতে চাইলে, সংগঠনের প্রধান সমন্নয়ক কবি তুলি চৌধুরী দৈনিক ওলামা কণ্ঠ কে জানান, মানব জীবন খুবই সংক্ষিপ্ত। আসুন, এই সংক্ষিপ্ত জীবনে মানবতার কল্যাণে আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাই।

সমাজের প্রতিটি শিশুরই অধিকার আছে সকল মৌলিক অধিকার প্রাপ্তির। আমাদের দেশের ছিন্নমূল শিশুরা কি তা পাচ্ছে? না! এরা তো এই সমাজেরই অংশ। আমরা কেন তাদের পর করে দেবো? অতি দরিদ্র, সহায় সম্বলহীন পথশিশু-কিশোরদের পাশে দাঁড়ানো আপনার আমার সবারই নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

সম্মিলিত একটি একটি ভালো উদ্যোগই পারে সমাজকে বদলে দিতে, যদি থাকে নিষ্ঠা আর সহযোগিতার একান্ত মনোভাব। এটি চিরন্তন সত্য যে, “দশের লাঠি একের বোঝা”। আমরা ইচ্ছে করলেই অামাদের শিশুদের প্রতি সম্মিলিতভাবে সহনুভূতির হাত বাড়াতে পারি।

জেনে খুশী হবেন, এই সমাজের বিত্তবান অনেক মানুষই এখন এগিয়ে অাসছেন। অামাদের এই উদ্যোগের সাথে যেমন যমুনা লাইফ ইন্সুরেন্সের উপ ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সভাপতি পদে থাকতে ইচ্ছা পোষণ করেছেন। তিনি আমাদের সাথে নিষ্ঠার সাথে একাত্ম হয়েছেন। তাঁর সম্পৃক্ততায় আমরা উৎসাহিত, আনন্দিত।

পথশিশুদের শিক্ষা ক্ষেত্রে আমরা অর্থ প্রদান করবো। বস্ত্র, চিকিৎসা ব্যবস্থাপনাসহ সব কিছুতেই কার্যকর ভুমিকা থাকবে ইনশাআল্লাহ।
অামাদের একটাই প্রত্যাশা – একটি শিশুও যেন অন্ন, বস্ত্র, বাসস্থানহীন না থাকে।

সুশিক্ষার আলোয় আলোকিত হোক ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো দেশ ও পুরো মানব সভ্যতা।

সবার সম্মিলিত পদচারণায় আমাদের ‘শিশুদের আলো’র লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১। সকল শিশু, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ কাজ করা।
২। ধর্ম-বর্ণ, রাজনীতির ঊর্দ্ধে ওঠে নির্বিশেষে সকল অসহায় মানব সন্তানের পাশে দাঁড়ানো।
৩। সমাজের অসহায় মানব সন্তানদেরকে সমাজের অন্য দশজন সুবিধাপ্রাপ্ত বাচ্চার মতো বেড়ে ওঠার পরিচর্যা ও যথাযথ বিকাশে সুদৃঢ় ভূমিকা পালন করা।
৪। সুবিধাবঞ্চিত শিশুদের পরিচর্যার মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়াই আমাদের আকাঙ্ক্ষা।
৫। আমাদের মূলমন্ত্রঃ
“মানুষ মানুষের জন্য, জীবন জীবন জীবনের জন্য”।

“শিশুদের আলো” মানবতার বিকাশে কাজ করে যাওয়া একটি অনলাইন ও অফলাইন মাধ্যম, এই হলো আমার ও সংগঠনের মূল ব্যক্ত ও সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন :