মোহাম্মদ আলী, চট্টগ্রাম থেকে: ২২ নভেম্বর রোজ শুক্রবার বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন ও আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত এবং হাসিনা মহিউদ্দিন এর সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম মেয়র গলি, চশমা হীলে পথ শিশুদের মাঝে দুপুরের খাবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য উৎপল কুমার দাশের সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির পরিচালক সাংবাদিক এম এ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন, বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে খুবই চমৎকার এবং এই সংগঠন টি দীর্ঘদিন যাবত পথ শিশুদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের কাজগুলো কে সমর্থন করে আমরা সবসময় সার্বিক সহযোগিতা করে যাবো। প্রধান আলোচক মোহাম্মদ আলী তার বক্তব্যে তিনি বলেন, সকল শিশুর অধিকার সুন্দর ভাবে বাঁচিবার এই প্রতিপাদ্য নিয়ে সংগঠন টি সারা দেশ ব্যাপী পথ শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা সমাজের সর্বস্তরের অধিকার থেকে বঞ্চিত মানুষদের জন্য কাজ যাবো এবং এই কার্যক্রম গুলো যাতে সঠিক ভাবে পরিচালনা করতে পারি এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম চৌধুরী, বোরহানুল হাসান চৌধুরী, কমিশনার নীলু নাগ,হুরে আরা বিউটি, শিরীন আখতার শিল্পী, পারভীন আক্তার দৈনিক ওলামা কন্ঠের সম্পাদক কে এম নুহু হোসাইন, বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিচালক, সাজ্জাদুল করিম খাঁন, মোঃ মাজহারুল ইসলাম সাহেদ, সামসুন্নাহার সামু, বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, সহ-সভাপতি মোঃ শেখ ফরিদ রিপন, সহ-সভাপতি পারভীন সুলতানা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, সদস্য মোঃ আবুল খায়ের, মোঃ কামরুল হাসান, মোঃ আলাউদ্দিন আরাফাত, সাংবাদিক মোঃ হোসেন মিন্টু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মোট ২৫০ জন পথ শিশুদের কে দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।