আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন খাল দিয়ে পানি প্রবেশ করে ফসলি জমি ও নীচু এলাকায় নির্মিত ঘর – বাড়ি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফসল রোপণ, গবাদি পশুর ঘাস এবং গরু রাখার স্থান নিয়ে চিন্তিত হয়ে পড়েছে কৃষককূল।
অন্যদিকে মৎস্যচাষীরাও ফের পানি বৃদ্ধি পেয়ে চাষকৃত মাছ অন্যত্র ভেসে যাওয়ার রাক্ কা প্রকাশ করেছেন। বর্তমান পরিস্থিতি অবলোকন করে সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইতিপূর্বে প্রবল বন্যায় রাক্ষুসী পদ্মা নদীর ভাঙ্গনে ফসলি জমি ও ঘর – বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে অনেকেই মানবেতর জীবন যাপন করছে।
পদ্মা নদীর তীব্র ভাঙ্গনে বদলে যাচ্ছে লৌহজংয়ের মানচিত্র। লৌহজং রক্ষায় নদী শাসন জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে লৌহজংবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
নিউজটি শেয়ার করুন :