শিরোনাম

পদ্মা সেতুর ৩০ তম স্প্যান বসলো

 

ডেস্ক রিপোর্ট।।  স্বপ্নের পদ্মা সেতুর ৩০ তম স্প্যান সফলভাবে বসানো হয়েছে। এ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুটির নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে গেল। শনিবার ৩০ মে সেতুর শরিয়তপুরের জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়।

এতে পদ্মা সেতুর সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। সেতুর মোট ৪২টি পিলারের ওপর স্থাপন করা হবে ৪১টি স্প্যান। মোট ৩০টি স্প্যান বসানো হলো। এতে আর বাকি ১১টি। পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির চ্যানেল এস’কে জানান, স্প্যান টি জাজিরার সীমান্তবর্তী এবং সেতুটির মাঝামাঝি ২৬ ও ২৭ নম্বর পিলারে সকাল ৯টা ৩৭ মিনিটে সফল ভাবে বসানো হয়েছে।

তিনি জানান, গতকাল শুক্রবার স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ, হ্যান্ড রেল, স্টেয়ার, ব্যালান্স লোড স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার ভাসমান ক্রেনে করে এটি নিয়ে আসা হয় জাজিরা প্রান্তে। তিনি আরও জানান, জাজিরার অংশে আর মাত্র ১টি স্প্যান বাকি আছে সেটি ২৭ ও ২৮ নম্বর পিলারের স্প্যান বাকি আছে

নিউজটি শেয়ার করুন :