শিরোনাম

(পর্ব-১০)সময়ের সাহসী সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ

 

আ স ম আবু তালেব: সত্য প্রকাশে নির্ভীক জনপ্রিয় সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ। জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে সংবাদ সংগ্রহে অঙ্গীকারবদ্ধ এক ঝাঁক বিচক্ষণ কলম সৈনিক নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

গোটা বিশ্বে কলম সৈনিক নামক সাংবাদিকগণ আজও নির্যাতিত, নিপীড়িত। দূঃখজনক হলেও সত্যি জাতির বিবেক সাংবাদিকদের নিরাপত্তার জন্য বিশেষ আইন কোন সরকারই প্রণয়ন করেনি। তাই রাঘববোয়ালদের স্বার্থের বিপরীত হলেই সৎ সাহসী সাংবাদিকের করূণ পরিণতি ঘটে নির্মম মৃত্যুর মাধ্যমে।

সম্প্রতি বাংলা নিউজ ২৪ ডট কমে সন্ত্রাসী বাহিনী কর্তৃক প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের মারধোর করার সংবাদ প্রকাশিত হয়েছে। পত্রিকা সূত্রে জানা যায়, বিকেলে সিরাজগঞ্জের খামার পাইকোশা গ্রামের রাস্তার কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করার সময় ঠিকাদারের সন্ত্রাসী বাহিনী পাঁচ জন সাংবাদিককে প্রচণ্ড মারধোর করে।

তাদের উদ্ধার করতে গিয়ে আরো দশ জন আহত হয়েছে। আহত সাংবাদিকরা হলেন এনটিভি প্রতিনিধি শরিফুর ইসলাম ইন্না, এসএটিভির রহমত আলী, বাংলা নিউজের স্বপন চন্দ্র দাস, ডেইলি ইন্ডিপেন্ডের নজরুল ইসলাম ও যায়যায়দিন পত্রিকার মোকাদ্দেশ আলী। আহত সাংবাদিক মোকাদ্দেশ আলী জানান, সদর উপজেলা খামার পাইকোশা গ্রামের একটি রাস্তার নির্মাণ কাজ চলছিল।

সচেতন এলাকাবাসী রাস্তার নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ সাংবাদিকদের অবহিত করলে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনষ্ট্রাকশনের প্রকৌশলি আমিনুল ইসলামের নির্দেশে এবং স্থানীয় ইউপি সদস্য হাফিজলের ভাই ও তার সন্ত্রাসী বাহিনী লাঠিসোঠা, বেলচা দিয়ে হামলা চালিয়ে পাঁচ জন সাংবাদিককে গুরুতর আহত করে।

ঘটনাস্থলে পুলিশ পৌছার পূর্বেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাংবাদিক স্বপন চন্দ্র দাস বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলেও গোটা বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ উন্নয়নের অন্যতম অংশীদার জাতির বিবেক সাংবাদিকদের নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তার আইন প্রণয়ন করবেন এটাই জাতির প্রত্যাশা (চলবে)।

নিউজটি শেয়ার করুন :