শিরোনাম

(পর্ব-১৪) সময়ের সাহসী সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ

 

নিত্য নতুন আকর্ষণীয় চমকপ্রদ সংবাদের মাধ্যমে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সংবাদপত্রের অপূর্ব নাম দৈনিক ওলামা কন্ঠ। প্রস্ফুটিত গোলাপের সুগন্ধি যুক্ত পাঁপড়ির মতোই সৌরভে গৌরবে মন কেড়েছে শিশু কিশোর আবাল বৃদ্ধ বণিতার।

ইন্টারনেটের সমস্যার কারণে সংবাদ পাবলিসড না হওয়াতে অনেক পাঠক মনক্ষুন্ন হয়ে থাকেন। তাদেরকে অন্তরের অন্তঃস্থল জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। জেনে খুশি হবেন যে, আগামী বছরের শুরুতেই আপনাদের কাঙ্ক্ষিত সংবাদপত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

নির্ভীক জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ পরিবারে রয়েছে এক ঝাঁক সৎ, সাহসী ও মেধাবী কলম সৈনিক নামক সাংবাদিক। লিখনীর মাধ্যমে সকল অপরাধীর মুখোশ উম্মোচিত করে দেয় জন সম্মুখে।

সাংবাদিকগণ আজও অবহেলিত। মোবাইলের সিম কোম্পানিগুলো পেশাজীবি মানুষের জন্য ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত প্যাকেজ বাজারে আনলেও জাতির বিবেক সাংবাদিকদের জন্য কোন প্যাকেজ বাজারে আনেনি।

বিভিন্ন খেলোয়াড় খেলায় নৈপুণ্য দেখাতে পারলে অনেক টাকা পুরষ্কার পেয়ে থাকেন। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির জন্য জাতির বিবেক সাংবাদিকগণ নিঃস্বার্থ ভাবে সংবাদ সংগ্রহ করে সংবাদপত্রে পরিবেশ করে থাকেন।

যথাযথ মূল্যায়ন পূর্বক তাদের পুরস্কৃত করে উৎসাহ প্রদান করা অতীব জরুরী বলে সচেতন মহল মনে করেন। অপরাধ নির্মূল করে দেশ ও জাতির স্বার্থে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্নেহের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি একান্তই প্রয়োজন।

লেখক ঃ আ সম আবু তালেব

নিউজটি শেয়ার করুন :