শিরোনাম

(পর্ব ২০) সময়ের সাহসী সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ, লৌহজং প্রেস ক্লাবের ইতিকথা

সত‍্য ন‍্যায়ের অগ্রদূত ও ১৬ কোটি মানুষের কন্ঠস্ব “দৈনিক ওলামা কন্ঠ”। ক্রমশ সচেতন মানুষের হ্নদয় জয় করে এগিয়ে চলেছে সমগ্র বিশ্বে সকল বাঁধা বিপত্তি পেরিয়ে বীরদর্পে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিকট দিন দিন জনপ্রিয় হয়ে ওঠেছে এ পত্রিকাটি।

সাময়িক সমস্যার কারণে দৈনিক ওলামা কন্ঠ প্রিন্ট পত্রিকা বন্ধ থাকলেও দৈনিক ওলামা কন্ঠ নিউজ পোর্টাল ইতিমধ্যে গোটা বিশ্বে ব‍্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের সর্বত্র রয়েছে এক ঝাঁক প্রতিভাবান, শিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন কলমযোদ্ধা। নির্ভয়ে নির্বিঘ্নে কলমযুদ্ধ চালিয়ে যাচ্ছে অনবরত।

সৎ সাংবাদিকের কোন বন্ধু নেই, আর অসৎ সাংবাদিকের কোন শত্রু নেই। হলুদ সাংবাদিকতাকে পূঁজি করে কতিপয় অসৎ সাংবাদিক নিত্য টাকার পাহাড় গড়ছে। এদিক থেকে সম্পূর্ণ ব‍্যতিক্রম লৌহজং প্রেস ক্লাবের প্রতিটি কলমযোদ্ধা। সৎ, সাহসী ও প্রতিভাবান এক ঝাঁক কলমযোদ্ধাদের আপ্রাণ প্রয়াস ঐক্যের ফসল লৌহজংবাসীদর প্রাণের স্পন্দন এই লৌহজং প্রেস ক্লাব।

প্রস্ফুটিত সুঘ্রাণযুক্ত গোলাপের ন‍্যায় এই লৌহজং প্রেস ক্লাবের সুনাম গোটা মুন্সীগঞ্জের সর্বত্র ছড়িয়ে পড়েছে। অপরদিকে, হলুদ সাংবাদিকদের সর্বদা ভীত কেঁপে ওঠেছে। আড়ালে আবড়ালে থেকে গভীর যড়যন্ত্রে লিপ্ত রয়েছে ওরা। বারবার ব‍্যর্থতায় পর্যবসিত হচ্ছে ওদের সকল অসৎ কর্মকাণ্ড (চলবে)।

লেখক: আ স ম আবু তালেব-
কবি ও সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন :