রনি আকন্দ জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া বাজার থেকে ২৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইয়ামিন কবির (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ।
আটককৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট সদর উপজেলার তেরগাঁতি গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে। বুধবার দুপুরে জয়পুরহাট র্যাবক্যাম্পের একটি অপারেশনাল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পরিচালক(এএসপি) এ, কে, এম, এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতেসিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার শালপাড়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে । ইয়ামিন কবিরকে ২৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারবিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মাদকের মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।