শিরোনাম

পানছড়িতে যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইসলামী যুব আন্দোলন পূর্ণ গঠন উপলক্ষে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২মার্চ শুক্রবার বিকাল ৩ টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা সম্মেলনে সভাপতিত্ব করেন যুব আন্দোলন পানছড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, প্রধান বক্তা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সহ সভাপতি ডা.আশ্রাফুল ইসলাম।

সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ সোলাইমান, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আলী হোসেন কারমী প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, আল্লাহর ভয় না থাকার কারণে যুবকরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। ইসলামী যুব আন্দোলন যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছে। যুবকরা সঠিক পথে পরিচালিত হলে অনেকাংশে অপরাধ কমে আসবে। বক্তাগণ সকলকে যুব আন্দোলন পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটির সভাপতি হবেন হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসেন
ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান।

নিউজটি শেয়ার করুন :