এম.কলিম উল্লাহ, ক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় পালং নূরানী শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যোগে নূরানী তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা আজ মরিচ্যা পাতাবাড়ি এয়াহসুন্নাহ মাদ্রাসা কেন্দ্রে আরবি লিখা বিষয়ে সকাল দশটায় প্রথম পরীক্ষা শুরু হয়।
এতে হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন, মাওলানা আব্দুল গফুর নদীম। হল পরিদর্শকের দায়িত্বে ছিলেন, মাওলানা আব্দুস সালাম,এম.জাহাঙ্গীর রফিক, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা নুরুল আলম।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল ঘুরে দেখেন, পালং নূরানী শিক্ষা উন্নয়ন পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান মাওলানা মোঃ আলী, সহকারি, মাওলানা আবু নাসের, এম. জাহাঙ্গীর রফিক।
উল্লেখ্য পালং নূরানী শিক্ষা উন্নয়ন পরিষদ গত বছর থেকে নূরানী শিক্ষার প্রসার ও মানোন্নয়নে বৃহত্তর পালং এর সকল নূরানী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন করে আসছে। এবারে ৬টি প্রতিষ্ঠানের ১৩৩ জন পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা কার্যক্রম আজ শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর তারিখে শেষ হবে।