আ.সা.আবু তালেবঃ গোটা মুন্সীগঞ্জে পিঁয়াজের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় লোকজন চিন্তিত হয়ে পড়েছে। অত্র জেলার সর্বত্র পিঁয়াজ এখন আড়াই শত টাকা ভাবতেই কেউ কেউ ঘামিয়ে ওঠছে। অসাধু ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে পাইকারি বাজারে পিঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে। এই সুযোগে খুচরো বিক্রেতারাও থেমে নেই। তারাও মূল্য বৃদ্ধির ধোঁয়া তোলে আরো একধাপ মূল্য বৃদ্ধি করে ফায়দা লুটছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
তাছাড়া প্রতিদিন বাজারে কেজিতে বিশ টাকা করে মূল্য বৃদ্ধি পাচ্ছেই।বাংলাদেশের বিভিন্ন স্থানে অস্বাভাবিক হারে পিয়াব্জ বিক্রি করায় ভ্রাম্যমান আদালত বিক্রেতাদের জরিমানা করাতে অত্র জেলার বিভিন্ন বাজারে কোন কোন সবজি বিক্রেতা পিঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে। আবার অনেক গৃহিনী রান্না করার সময় তরকারিতে পিঁয়াজ কম দিচ্ছে।
আমাদের বিশেষ প্রতিনিধি লৌহজং উপজেলাধীন কনকসার বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সবজি বিক্রেতার নিকট পিঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, পাইকারি বাজারে প্রতিদিন পিঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছেই; আমারা কিভাবে কম মূল্যে বিক্রি করব? এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।