শিরোনাম

পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষা বোর্ড’র পরীক্ষা ৭শাওয়াল মাসে

 

গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট “পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি শিক্ষা মাদরাসা বোর্ড বাংলাদেশ’র” সাধারণ সভা অাজ (৩০ মার্চ ২০ ইং) বাদ যোহর অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী, উপদেষ্টা পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি শিক্ষা বোর্ড।
মাওলানা আলীমুদ্দিন শায়খে দুর্লভপুরী, মহাসচিব পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি শিক্ষা বোর্ড। মাওলানা শামসুদ্দিন সাহেব, পরীক্ষা নিয়ন্ত্রক পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি শিক্ষা বোর্ড। অন্যদের মধ্যে বোর্ডের অধীনস্থ সকল মাদরাসার পরিচালক গণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বের অনেক দেশেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। কয়েকদিন থেকে বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। তাই করোনা থেকে বাঁচতে বাংলাদেশ সরকার স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন।

তাই বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী সকল কাওমী মাদরাসা বন্ধ ঘোষণা করেন পরিচালক গণ। কিন্তু আরবী মাস হিসাবে বৎসর শেষের দিকে। এখন কাওমী মাদরাসার বার্ষিক পরীক্ষার সময়। তাই অত্র প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ৭শাওয়াল হবে ও রেজিলেশন পাশ হয়।

নিউজটি শেয়ার করুন :