পৌষ মাসে বসছে মেলা
কালু ব্যাপারী হাটে,
ভিড় জমেছে হাজার লোকের
ডাকাতিয়ার ঘাটে।
শিশু কিশোর ছুটছে দেখো
সরষে ক্ষেত দিয়ে,
বাড়ি ফিরছে ছোট্ট খুকু
হাঁড়ি পুতুল নিয়ে।
মেলার মাঠে সাজ সজ্জা
বাজছে বাঁশির সুর,
যাত্রাগানের কন্ঠ ভেসে
যাচ্ছে বহু দুর।
উড়ছে দেখো কতরকম
রাঙা বেলুন ঘুড়ি,
কিনছে কেউ মাটির-পাতিল
আলতা-ফিতা চুড়ি।
কেউ উঠেছে আনন্দতে
চরকি নাগরদোলায়,
কেউ ডুকছে যাদু দেখতে
কেউ সার্কাস খেলায়।
নিউজটি শেয়ার করুন :