শিরোনাম

প্রণব মুখার্জির মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা পরাধীনতার নামান্তরঃ এম হাছিবুল ইসলাম

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে জাতীয়ভাবে শোক পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত চূড়ান্তভাবে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধের নামান্তর। যেখানে বাংলাদেশের জাতীয় কোন নেতার ইন্তেকালে ভারতের সংসদে শোক প্রস্তাবনাই কঠিন হয়ে পড়ে।

কোনও দেশের প্রধান বা সরকারের প্রধানের মৃত্যতে ভারতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। কিন্তু বাংলাদেশের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জাতীয় কোন নেতার মৃত্যুতে ভারত তাদের পতাকা অর্ধনমিত করেনি। এমনকি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুতেও ভারত তাদের পতাকা অর্ধনমিত করেনি।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে যখন প্রতিদিন সীমান্তে ভারতীয় বিএসএফের খুনিরা বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে, সেসময়ে ভারতের আরএসএস সমর্থক একজন রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশ সরকারের জাতীয়ভাবে শোক পালন ও পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত জাতিকে হতাশ করেছে। শুধু এতটুকুই নয় বরং এই অবৈধ সরকার সেটি সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে। বাংলাদেশ এখন পর্যন্ত বিদেশের কোন নেতার মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত করেনি।

ভারতের রাষ্ট্রপতির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেজেট প্রকাশ করে বাংলাদেশের জনগণ ও পতাকাকে অসম্মান করেছে এবং এটি এক কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে। মনে হয় বাংলাদেশ কোন সার্বভৌম রাষ্ট্র নয় বরং এটি ভারতের অঙ্গরাজ্য। এসব কর্মকাণ্ডের জন্য সরকারকে জনগনের কাঠগড়ায় অবশ্যই একদিন প্রশ্নের সম্মুখীন হতে হবে।

নিউজটি শেয়ার করুন :